- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪৬
সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ আইনশৃঙ্খলা কমিটি ও ২৫ মার্চ বুদ্ধজীবী হত্যা এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় মাদক, বাল্য বিয়ে, জুয়া, পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং ,আড্ডা, যৌন হয়রানি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এছাড়া ২৫ ও ২৬ মার্চের দিবস উদযাপন নিয়ে ব্যাপক আলেঅচনা করা হয়।