• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১১-২০২২, সময়ঃ বিকাল ০৪:০৮

সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা ও বাল্য বিয়ে নিরোধ কমিটির সভা

সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা ও বাল্য বিয়ে নিরোধ কমিটির সভা

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উজেলায় আইনশৃঙ্খলা ও বাল্য বিয়ে নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা প্রেসকাব সভাপতি শাহাজান মিঞা, নারী ভাইস চেয়ারম্যান উম্মে ছালমা, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, এবিএম মিজানুর রহমান, ব্র্যাক প্রতিনিধি প্রমুখ। সভায় জুয়া, বাল্য বিয়ে, মাদক, হত্যাকান্ড, যৌন হয়রানি, জমিজমা নিয়ে বিরোধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

বাল্য বিয়ে সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ইউনিয়নে খোজ খবর নিয়ে জানা গেছে, দিন দিন বাল্য বিয়ে বেড়েই চলছে। বিশেষ করে উপজেলার বেলক ইউনিয়নে গত ৬ মাসে কমপক্ষে ২০টি বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। তিস্তার চরাঞ্চলে ওইসব বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে।