- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪১
সুন্দরগঞ্জ বাজার মালিক সমিতিকে কম্পিউটার প্রদান
সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্থানীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সাথে সুন্দরগঞ্জ বাজার মালিক সমিতির সদস্যদের মতবিনিময় ও কম্পিউটার প্রদান অনষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা বাজার মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির সাথে মতবিনিময় শেষে সমিতির হিসাব-নিকাশের জন্য সাংসদ শামীম ব্যক্তিগত অর্থায়নে একটি কম্পিউটার প্রদান করেন সমিতির সদস্যদের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক নাহিদ, পৌর জাতীয় পাটির সাধারন সম্পাদক জোবাইদুর রহমান, সমিতির সদস্য জিয়াউর রহমান, এরশাদ মিয়া, আলাউদ্দিন মজুমদার শাহিন, উপজেলা যুবসংহতির উপজেলা সভাপতি সাইদুর রহমান, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, পল্লীবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, মহিলা পাটির সভাপতি আকতারবানু ইতি, ছাত্র সমাজের মুসলিম মিয়াজি প্রমুখ।