• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৯-২০২৩, সময়ঃ রাত ০৮:৩৭

সুদসহ বাংলাদেশের ২০০ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা



মাধুকর ডেস্ক

বাংলাদেশের রিজার্ভ থেকে নেওয়া ঋণের সুদসহ শেষ কিস্তির ৫০ মিলিয়ন ডলার বা ৫ কোটি ডলার পরিশোধ করেছে শ্রীলংকার। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাতে এ অর্থ পরিশোধ করে শ্রীলংকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের মে মাসে এক বছর মেয়াদে ২০০ মিলিয়ন ডলার এ ঋণ নেয় দেশটি। তবে গত বছর দেশটিতে অর্থনৈতিক সংকট প্রকট হলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা। 

ফলে নির্ধারিত সময়ে বাংলাদেশ থেকে নেয়া ঋণ পরিশোধে ব্যর্থ হয় দ্বীপ রাষ্ট্রটি। অবস্থার পরিপ্রেক্ষিতে কয়েকবার ঋণ পরিশোধে সময় নেয় তারা। চলতি বছর শ্রীলঙ্কার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করলে ঋণ ফেরত দেওয়া শুরু করে।

গত ২০ আগস্ট শ্রীলঙ্কা প্রথম কিস্তির ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয়। তারপর ৩১ আগস্ট আরও ১০০ মিলিয়ন ডলার দিয়েছে। সর্বশেষ কিস্তি গত বৃহস্পতিবার দিলো। 

ডলারের সঙ্গে শ্রীলঙ্কান রুপি অদলবদল বা সোয়াপ করে এই ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণ বিপরীতে কিছু সুদও পেয়েছে বাংলাদেশ।