- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:২৬
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো টাইগ্রেসরা
মাধুকর ডেস্ক ►
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি- টোয়েন্টি খেলায় বাংলাদেশ নারী দল ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।
আগে ব্যাট করে পাকিস্তান অলআউট হয় ৮২ রানে। বিসমাহ মারুফ দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন। বাংলাদেশ নারী দলের নাহিদা আক্তার ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এছাড়া, ১টি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও স্বর্না আক্তার।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ২৬ রানে ১৯ ওভার ৩ বলেই জয়ের দেখা পায় বাংলাদেশ। এছাড়া মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ২৩ রান।