- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩১-১-২০২৪, সময়ঃ রাত ০৮:৩৮
সিপিবির গাইবান্ধা সদরের কামারজানী শাখা সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক►
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলার কামারজানী শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কামারজানী বন্দরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আব্দুল করিমের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।
বক্তব্য দেন দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, কমরেড শের আলী প্রমুখ।
শাখা সম্পাদকের রিপোর্ট পেশ ও আলোচনা শেষে কমরেড শের আলীকে শাখা সম্পাদক নির্বাচন করা হয়।
পরে বন্দরের তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।