- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১-২০২৪, সময়ঃ সকাল ১০:৩৬
সিপিবির গাইবান্ধা সদর উপজেলা সম্মেলন ২৪ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক►
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলা সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিপিবির জেলা কার্যালয়ে সদর উপজেলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে সুপ্রিয়া দেবকে আহবায়ক এবং অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীকে সদস্য সচিব করে ৯ সদস্যদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন লাকু ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।
এ সময় বক্তব্য দেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, জাহাঙ্গীর আলম, বনা রানী, জাহাঙ্গীর মন্ডল, মুনছুর আলী প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী।