• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১২-২০২৩, সময়ঃ রাত ০৭:০৫

সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা



মাধুকর ডেস্ক►

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর আগে ২০১৭ সালে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। ৭ বছর আগের সেই হারের প্রতিশোধ নিলো বাংলাদেশ। 

এতে জোড়া গোল করেছেন তহুরা খাতুন। অন্য গোলটি করেন আফিদা খন্দকার।

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে সাবিনা-মারিয়া মান্দারা।

ম্যাচের ১৫ মিনিটে ২-০ গোলের লিড পায় বাংলাদেশের নারীরা। জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাঘিনীরা। ম্যাচের ৫৯ মিনিটে ৩-০ গোলের লিড পায় সাবিনারা। মাসুরা পারভিনের দুর্দান্ত অ্যাসিস্টে স্কোর করেন তহুরা। ম্যাচের বাকিটা সময়ে গোলের দেখা পায়নি দুদল। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।