- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৯
সাহেবগঞ্জ বাগদা ফার্মে দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন এর উদ্যোগে আজ দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্মে দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন বাগদা ফার্ম আন্দোলনের নিহত শ্যামল হেমব্রণ এর সন্তান সাগর হেমব্রণ। পরে একটি বন্যার্ঢ র্যালি বের হয়ে কাটা মোর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ, আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ডঃ দিবালোক সিংহ, মুস্তাফিজুর রহমান মুকুল সহ কেন্দ্রীয় জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে কমিটি গঠন করা হবে।