- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৭-২০২৩, সময়ঃ দুপুর ১২:০৬
সাবেক ফুটবল কোচ সেলিম চৌধুরীর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা শহরের সরকারপাড়া নিবাসি সাবেক ফুটবল কোচ সেলিম চৌধুরী ২৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে অসুস্থতাজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬৫ বছর।
সেলিম চৌধুরী উত্তরপাড়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম আবুল কাশেম চৌধুরীর ১ম পুত্র এবং গাইবান্ধা ঐষী ক্লিনিকের সত্বাধিকারী সাখাওয়াত হোসেন বিপ্লবের বড় মামা। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খি রেখেযান। মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ আসর গাইবান্ধা গোরস্থান জামে মসজিদে শেষ হবার পর তাকে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।
এদিকে সেলিম চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও ক্রীড়া সংস্থার ব্যক্তিবর্গ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।