- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-২-২০২৪, সময়ঃ সকাল ১০:২৪
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক►
সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। এই জয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগ্রেসরা।
রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শুরু থেকেই দারুণ খেলছিলো বাংলাদেশের মেয়েরা। ভারতকে চেপে রেখেছিলো তারা। তবে সুযোগ কাজে লাগাতে পারছিলো না।
প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ পায় লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু গোল মিসের মহড়ায় শেষ হয় ৯০ মিনিট।
ম্যাচের যোগ করা সময়ে অধিনায়ক আফিদার পা থেকে আসে জয়সূচক গোলটি। উলাসে মাতে মোস্তফা কামাল স্টেডিয়ামে আসা দর্শক ও পুরো দেশ।
টানা দুই জয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।