• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:৪৫

সাদুল্লাপুরের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার



নিজস্ব প্রতিবেদক ►

র‌্যাব-১৩, গাইবান্ধা ও র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আনছার আলী (৪৫), জিএমপি, গাজীপুর গাছা থানাধীন কামারঝুরি মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আনছার আলী সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র।

ধৃত আসামী মোঃ আনছার আলী (৪৫), এর বৈবাহিক জীবনে তার স্ত্রীর সঙ্গে প্রায় সময়ই দাম্পত্য কলহ লেগে থাকতো। এরই জের ধরে ২০০৪ সালের ২৪ সেপ্টেম্বর তার স্ত্রীর সংঙ্গে মনমালিন্যতা থেকে ঝগড়া-ঝাটি এবং এক পর্যায়ে স্ত্রীকে গলাটিপে শ^াস রোধ করে হত্যা করে।

এরপর থেকেই ভিকটিমের স্বামী মোঃ আনছার আলী (৪৫) আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের নিকট আত্নীয়-স্বজন তার বিরুদ্ধে পরের দিন সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১। আসামী উক্ত মামলায় দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।