• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:১৫

সাদুল্লাপুরে শিক্ষক প্রশিক্ষণ সমাপ্ত 



সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক ১০দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। 

গত ৩০ জুলাই সাদুল্লাপুর গার্লস ডিগ্রী কলেজ ও সাদুল্লাপুর কে এম সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে উপজেলার ১৪টি হাইস্কুল, কলেজ ও মাদ্রাসার ৯৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন সাদুল্লাপুর উপজেলা আইসিটি প্রোগ্রামার শফিকুল ইসলাম, প্রশিক্ষক পবিত্র কুমার সাহা, কাওছার আলম, রুবেল মিয়া ও মনির খান।