- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৯-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৬
সাদুল্লাপুরে বিদুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্বামী বিধান চন্দ্র (৩0)-কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তার গর্ভবতী স্ত্রী কমলি রাণীও (২৬)। পরে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান।
আজ (বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মন্ডলের বাজার) গ্রামে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটো রিকশা চার্জ দিতে গিয়ে এই ঘটনা ঘটে।
নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। তিনি অটো রিকশা চালক ছিলেন। এবং নিহত কমলি রাণী তার স্ত্রী ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বিধান বাড়িতে নিজের অটো রিকশা চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। এসময় তার চিৎকার শুনে স্ত্রী কমলি রাণী তাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত ) মো. রাজু কামাল বলেন, অসতর্কতার কারণে বিদ্যুৎপৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বিজয় চন্দ্র মন্ডল থানায় একটি ইউ ডি মামলা করেছেন ।