- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-১০-২০২৩, সময়ঃ রাত ০৭:০৬
সাদুল্লাপুরে বাবাকে মারপিটের অভিযোগে ছেলে আটক
সাদুল্লাপুর প্রতিনিধি►
সাদুল্লাপুরে পারিবারিক বিবাদের সূত্র ধরে বাবাকে মারধর করার অভিযোগে ছেলে সাকিব মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ। গুরুতর আহত পিতা আবুল হোসেন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত রবিবার (১ অক্টোবর) বিকালে উপজেলা সদরে এই ঘটনা ঘটে এবং আজ সোমবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, উপজেলা সদরের মোটরসাইকেল মেকানিক আবুল হোসেন সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এবং প্রথম স্ত্রীকে তালাক দেন। এই ঘটনার সুত্র ধরে প্রথম পক্ষের সন্তান সাকিব মিয়া গত রবিবার দুপুরে তার পিতার মোটরসাইকেল মেরামতের দোকানে যান। পরে এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আবুল হোসেন দোকান বন্ধ করে চলে যান। পরে বিকালে দোকান খোলার সময় সাকিব পিছন থেকে তার পিতার ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন।
সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আজ সোমবার সাকিবকে আটক করে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।