- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-২-২০২৪, সময়ঃ রাত ০৮:১৭
সাদুল্লাপুরে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১
সাদুল্লাপুর প্রতিনিধি►
সাদুল্লাপুর উপজেলায় প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আলীম (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার ভোর রাত ৫টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।
আটক আব্দুল আলীম কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানিপাড়া গ্রামের মৃত. আব্দুল সোবহান মিয়ার ছেলে ও কুখ্যাত মাদক ব্যবসায়ী।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিμয় করিতেছে। এ খবর পেয়ে এক অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল আলীমকে ৩ হাজার ৭ শত ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক মাদক ব্যবসায়ী স¦ীকার করে দীর্ঘদিন থেকে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে তিনি মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ী আব্দুল আলীমকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা হাজতে পাঠানো হয়েছে।