- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-১১-২০২৩, সময়ঃ রাত ০৭:২৪
সাদুল্লাপুরে পুকুরে ডুবে প্রাণ গেল এক শিশুর
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সালমান মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া এ ঘটনা ঘটে।
নিহত সালমান ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু জানান, সালমান সকালে বাড়ির উঠানে খেলতে ছিল। এক পর্যায়ে সবার অজান্তে সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির উত্তর পাশের একটি পুকুরের পানিতে সালমানকে ভাসতে দেখা যায়। তখন তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।