• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৯-২০২৩, সময়ঃ রাত ০৯:০৫

সাদুল্লাপুরে জেলের জালে উঠে এলো মানব ভ্রুণ



ধাপেরহাট প্রতিনিধি►

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকশুকুরগাড়ী মৌজার নলেয়া নদীর ব্রীজের দক্ষিণে নদীর পানির নিচে থেকে  পাঁচ ছয় মাস বয়সের নবজাতকের গলিত লাশ উদ্ধার।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে পলিথিনের মধ্যে লাল কাপড়ে পেঁচানো অবস্থায় ব্যাগ উঠে আসে। তার ভিতরে এ মানব সন্তানের অর্ধ গলিত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে গলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

জানা যায়, শুক্রবার দুপুরের পর জৈনিক ব্যক্তি ঝাকি জাল দিয়ে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা কালে হঠাৎ করে তার জালে একটি ব্যাগ উঠে আসে। জেলে ব্যাগটি খুলে ফেললে তাতে অর্ধনগলিত নবজাতকের লাশ দেখতে পায়। বিষয়টি বিভিন্ন ভাবে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখার জন্য   ভীড় করতে থাকে। এক সময় খবর পুলিশের নিকট পৌঁছে যায় ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়ে দেয়।

এদিকে এ উদ্ধার হওয়া  নবজাতকের লাশ সম্পর্কে  এলাকাবাসীরা জানায়, শিশুটির হাত পা হলেও মাথা ঠিক ভাবে হয়নি। কোন অসৎ ব্যক্তি  নিজের অপকর্ম ঢাকার জন্য চার পাঁচ মাস বয়সে গর্ভপাত ঘটিয়ে শিশুটিকে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। উক্ত গর্ভপাত করা শিশুর লাশ ভাসতে ভাসতে উল্লেখিত স্হানে  চলে এসেছে।

এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি গর্ভপাত করে কেউ শিশুটিকে নদীতে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।