• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১-২০২৩, সময়ঃ রাত ০৭:৫০

সাদুল্লাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত



সাদুল্লাপুর প্রতিনিধি ►

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়; দেশ গড়বো সমাজসেবায়” এই স্লোগানে সাদুল্লাপুর উপজেলায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সোমবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিদের সম্মাননা স্মারক প্রদান।  

সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, থানার ওসি প্রদীপ কুমার রায়, প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, আজাদ আলী প্রমূখ।শেষে সমাজসেবা অধিদপ্তরে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় সাদুল্লাপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী শাহ মো. নাজমুল হক ও কারিগরি প্রশিক্ষক মো. হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।