- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-২-২০২৫, সময়ঃ রাত ০৮:০৫
সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে ভাঙচুর-অগ্নিসংযোগ, আটক ২৪
তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি ঘর ভাঙচুর ও বাড়ির সামনে রাখা ৩টি মোটরসাইকেল, ৬টি ব্যাটারী চালিত রিক্সাভ্যান এবং ২টি খড়ের ঢিবি আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে। এছাড়া গাছপালাও কেটে ফেলা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ২৪ জনকে আটক করেছে।
আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের মৃত সোলায়মান হাজীর ছেলে মোখলেছার রহমান গং এর সাথে প্রতিবেশি মৃত নির্মল কুমার চৌধুরীর ছেলে নিখিল কুমার চৌধুরী ও উৎপল কুমার চৌধুরী গং এর জমি নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছে।
সোমবার বেলা ১১টার দিকে উৎপল কুমার চৌধুরী ও তার লোকজন বিরোধপূর্ণ জমি থেকে একটি ঘর ভেঙ্গে দেয়। খবর পেয়ে মোখলেছার রহমান ও তার লোকজন নিখিল কুমার চৌধুরীর বাড়িঘর ভাঙচুর করে উঠানের দুইটি খড়ের ঢিবিতে আগুন দেয়। এরপর উৎপল কুমার চৌধুরীর বাড়ি উঠানে রাখা ৩টি মোটরসাইকেল ও ৬টি ব্যাটারী চালিত রিক্সাভ্যান আগুন দিয়ে পুড়ে দেয়।
খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষের ২৪ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় উভয় পক্ষের থানায় দুটি মামলা দায়ের করেছেন।