• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৭

সাদুল্লাপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার



সাদুল্লাপুর প্রতিনিধি►

সাদুল্লাপুর উপজেলা পরিষদ সংলগ্ন জয়েনপুর গ্রাম থেকে আজ সোমবার (২১ আগস্ট) আঁখি বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আখি বেগম ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী ও সাঘাটা উপজেলার সাতালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।

নিহতের স্বামী মামুন মিয়া বলেন, রবিবার রাতের খাবার খেয়ে স্ত্রীসহ ঘুমিয়ে পড়ি। সোমবার ভোরবেলা আখিকে ঘরে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে বাড়ির রান্না ঘরে বাঁশের ধর্ণার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশিদের বিষয়টি জানাই।

প্রতিবেশিরা জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আখি বেগম আত্মহত্যা করেছে।

সাদুল্লাপুর থানার ওসি মাহাবুব আলম বলেন, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।