• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৯

সাদুল্লাপুরে আওয়ামী লীগের উদ্যাগে গরীব দুখী মানুষের মাঝে খাদ্য বিতরণ 



নিজস্ব প্রতিবেদক ►

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ মঙ্গলবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের  উদ্যাগে বর্ণাঢ্য র‌্যালী ও গরীব দুখী মানুষের মাঝে খাদ্য বিতরণ এক আলোচনা সভা স্থানীয় জয়েনপুর আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।

সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহিল ফারুক,সাংগাঠনিক সম্পাদক আহসান হাবিব,যুবলীগের যুগ্ম সম্পাদক মো, আবদুল খালেক, মোখলেছুর রহমান প্রধান, মিজানুর রহমান মিজানসহ জেলা ও উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ। 

সংসদ সদস্য বলেন, বিএনপি সরকারের আমলে সার নিতে গিয়ে গাইবান্ধার দু’জন কৃষকসহ সারাদেশের ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে আ.লীগ সরকারের আমলে বিদুৎ ও সারের কোন সংকট নেই। যে কারনে বর্তমান সময়ে বাম্পার ফসল হয়েছে। তিনি আরও বলেন বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করতে গিয়ে ৭৫’এর ১৫ ই আগস্ট জাতির পিতাকে জীবন দিতে হয়েছে। তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান।