• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৫

সাদুল্লাপুরে অভিনব কায়দায় জুয়েলার্স থেকে ৮ ভরি স্বর্ণ চুরি



সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলা শহরের একটি জুয়েলারী দোকান থেকে অভিনব কায়দায় ৮ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় সংলগ্ন ধাপেরহাট সড়কে অবস্থিত মা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। 

মা জুয়েলার্সের মালিক বাবলু চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে একজন নারীসহ ৩ জন গ্রাহক তার দোকানে স্বর্ণালংকার কিনতে আসে। এক পর্যায়ে বাবলু চন্দ্র সরকার তাদেরকে চা খেতে বলেন। তখন ওই গ্রাহকদের একজন পাশের একটি চায়ের দোকান থেকে চা নিয়ে এসে সবাই মিলে পান করেন। কিছুক্ষণ পরই বাবলু চন্দ্র ও তার দোকানের কারিগর নির্মল চন্দ্র সরকার মানসিকভাবে এলোমেলো হয়ে পড়ে। এ সুযোগে জুয়েলার্সে থাকা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গ্রাহক ছন্মবেশী দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

তিনি আরও বলেন, ওই গ্রাহকের নিয়ে আসা চা পান করার পরই আমি আর কিছুই বলতে পারছিলাম না। শরীর ঝি-ঝি অনুভব হওয়ার সাথে যেন চোখে রাজ্যের সব ঘুম এসে পড়েছিল।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোন অভিযোগ করেনি।