- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১১-২০২২, সময়ঃ বিকাল ০৩:০৯
সাদুল্যাপুর উপজেলা কমপ্লেক্সের চারতলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ►
এলজিইডির অধীনে ৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা উপজেলা কমপ্লেক্সের চারতলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকালে এই কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার রোখসানা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম শাহীনসহ জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে সংসদ সদস্য স্মৃতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মত আমার নির্বাচনী এলাকা ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। সরকারের এই উন্নয়ন বিরোধী দলের চোখে পড়ে না। বর্তমান সরকারের আমলে কৃষি ক্ষেত্রে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করার ফলে কৃষি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, কৃষকদেরকে কৃষি উপকরণ, প্রণোদনা, সার, বীজ ও ব্যাংক ঋণসহ সার্বিক সহায়তা প্রদান করায় ফসলের উৎপাদন বেড়েছে। উল্লেখ্য, এই চারতলা ভবন নির্মাণের ফলে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।