- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১২-২০২৩, সময়ঃ সকাল ১০:০৩
সাত পাকে বাঁধা পড়ার আগেই দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা শুরু করেছেন নেটিজেনরা
বিনোদন ডেস্ক ►
সাত পাকে বাঁধা পড়ার আগেই দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা শুরু করেছেন নেটিজেনরা। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ ছবির একটি দৃশ্যের কারণেই এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে রাশমিকাকে। যেখানে দেখানো হয়েছে, রাশমিকার স্বামী রণবীর তাঁকে বলছেন, ‘আমার কিছু হয়ে গেলেও তুমি যেন দ্বিতীয়বার বিয়ে না করো।’
এই সময়ে এসে কোনো স্বামী তাঁর স্ত্রীকে এমন কথা বলতে পারেন, এটা মানতেই পারছেন না অনেক দর্শক। তাদের মতে, ছবিতে নায়কের চেয়ে নায়িকাকে ছোট করে দেখানো হয়েছে। ফলে রাশমিকার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, দ্বিতীয় বিয়ে তিনি কতটা সমর্থন করেন? এমন প্রশ্নে রাশমিকা পড়েছেন বিব্রতকর অবস্থায়। কী জবাব দেবেন, তা ভেবে পাননি।
তাই অভিনেত্রীর হয়ে জবাব দিয়েছেন, ‘অ্যানিমেল’ ছবির নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গা। বলেছেন, ‘কিছু সম্পর্ক এমন হয়, যেখানে একজনকে ভালোবাসার পর অন্য কাউকে আপনি নিজের মনে জায়গা দিতে পারবেন না।
‘অ্যানিমেল’ ছবির রণবিজয় (রণবীর) ও গীতাঞ্জলির (রাশমিকা) সম্পর্কের আঙ্গিকটা তেমনই। রণবিজয় মনে করেছিল, তাদের সম্পর্কের পর গীতাঞ্জলি আর অন্য কারও সঙ্গে সংসার করতে পারবে না। সে জন্যই ওই সংলাপ ব্যবহার করা হয়েছে। এর জেরে কারও ব্যক্তিজীবনের ভাবনা কী– সে প্রশ্ন করা অবান্তর।