- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৪
সাঘাটায় সুবিধাবঞ্চিত ৭ পরিবারের মাঝে গরু বিতরণ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটায় সুবিধাবঞ্চিত ৭টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহামুদ হাসান রিপন আজ শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় উত্তর সাথালিয়া কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব গরু বিতরণ করেন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পল্লী উন্নয়ন সংস্থা (পিইউএস)এ আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটু, সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান পরিচালক আতিকুর রহমান জোয়ারদ্দার, সংস্থার কর্মকর্তা মনিরা বেগম চম্পা, আনিছুর রহমান ও জাকির হোসেন।