- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ রাত ০৯:০১
সাঘাটায় সুফল প্রকল্পের বৈধতাকরন সভা
সাঘাটা প্রতিনিধি ►
সাঘাটায় একেএস ফাউণ্ডেশনের বাস্তবায়নে সুফল-২ প্রজেক্টের কমিউনিটি কর্তৃক চিহ্নিত আগাম কার্যক্রমের (১ মাস সময়সীমা অনুযায়ী) বৈধতা করন সভা ১৯ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, একাডেমিক সুপার ভাইজার সিদ্দিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার সুফল-২ এসকেএস ফাউন্ডেশন প্রদীপ কুমার সাহা,প্রজেক্টর অফিসার নুরুন নাহার,এফাজ আহম্মেদ প্রমুখ। এসময় সুফল-২ প্রকল্পের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।