- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪
সাঘাটায় শিশুকে যৌন নীপিড়নের অভিযোগ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে তোতা মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১২ বছর বয়সের এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটি হলদিয়া ইউনিয়নের একটি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার বাবা ও একজন বাক প্রতিবন্ধী দিনমজু।
এই ঘটনায় থানায় শিশুর পরিবারের পক্ষ থেকে সাঘাটা থানায় এজাহার দায়ের করা হলে সরেজমিনে তদন্ত ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা থানার এস আই মাসুদ জানিয়েছেন।
এলাকাবাসি এবং পুলিশ জানায়, শিশু কন্যা গত বুধবার নিজ বাড়ি থেকে তার জাঙ্গালিয়া গ্রামে তার খালার বাড়িতে যাওয়া সময় পথিমধ্যে পাকা রাস্তা থেকে পায়ে হেটে সরু রাস্তায় খালা বাড়ির পাশাপাশি স্থানে পৌছিলে নির্জন স্থান বুঝে তোতা মিয়া ওই শিশু কন্যাটিকে পিছন থেকে ঝাঁপটে ধরে শরীরের বিভিন্ন স্পকাতর স্থানে হাত দিতে থাকে এবং মনের কুবাসনা পুরনের জন্য পড়নের কাপড় খোলার চেষ্টা করে।
এসময় শিশুটি ভয়ে আত্মচিৎতার করতে থাকে । তার আত্মচিৎকারে আশে পাশের নারী পুরুষ এগিয়ে এলে নরপশু তোতা মিয়া ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুর আত্মীয় স্বজন এই ঘটনার প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়সহ এলাকায় উত্তেজনা শুরু হয়। পরে শিশুর বাবা বাক প্রতিবন্ধী হওয়ায় তার খালূ বাদী হয়ে পরদিন বৃহস্পতিবার সাঘাটা থানায় এজাহার দায়ের করেন। বাদী জানায়, আসামী জেলা পরিষদ সদস্যের আত্মীয় হওয়ায় থানা মামলা হয়নি । ওই সদস্য মিমাংসার দায়িত্ব নিয়েছেন।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু কন্যাকে যৌন নিপীড়নের ঘটনা সত্য আবার মারামারির ঘটনাও সত্য । তাই মামলা হলে দুই পক্ষেই মামলা হবে। তবে এখন পর্যন্ত মামলা না হওয়ার পেছনে কারণ হচ্ছে একজন জেলা পরিষদের নাম উল্লেখ করে বলেন, তিনি ঘটনাটি মিমাংসার দায়িত্ব নিয়েছেন। হয়তো তাড়াতাড়ি মিমাংসা হয়ে যাবে।