- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:২২
সাঘাটায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
বিএনপি ও তার মিত্রদের চলমান আন্দোলন ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সংঘাত-সহিংসতা ঠেকাতে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে জেলার বোনারপাড়া উপজেলা পরিষদ চত্বরে সাঘাটা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক নাসিরুল হাসান স্বপনসহ উপজেলা ইউনিয়নের দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।