• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪০

সাঘাটায় ব্যতিক্রমধর্মী বউ শাশুড়ির মেলা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক►

‘বাড়িতে প্রসবকে না বলি, প্রাতিষ্ঠানিক প্রসবসেবা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য তুলে ধরে প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা নিশ্চিত ও শূণ্য বাড়িতে প্রসব সেবার ওপর জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বউ শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা কইকা এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়িত মমতা প্রকল্পের আয়োজনে আজ বুধবার (৩০ আগস্ট) উপজেলার ভরতখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় শতাধিক গর্ভবতী মা, তাদের শাশুড়ি ও স্বামীসহ স্থানীয় জনগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেন।

এতে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা যত্ন সম্পর্কে সচেতনতার উপরে আলোচনা, বিতর্ক, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পুরুস্কার বিতরণ করা হয়।

ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। আরও বক্তব্য রাখেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রনয় মিশ্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর প্রতিনিধি ডাঃ শামীমা বিলকিস, এসকেএস ফাউণ্ডেশন এর উপ-পরিচলক খন্দকার জাহিদ সরওয়ার, মমতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারি শাহ মোঃ হারুন অর রশিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় ৩টি স্টল ও ১টি প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম এবং গর্ভবতী মা ও তাদের পরিবারের সদস্যদের প্রাতিষ্ঠানিক প্রসবসেবা সংক্রান্ত বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

আলোচনা সভায়  অতিথিরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সাঘাটা উপজেলায় শূণ্য বাড়িতে প্রসবকে নিশ্চিতকরণে মমতা প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানান।

তঁরা বলেন, সাঘাটা উপজেলার ৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে মমতা প্রকল্প ২৪/৭ নিরাপদ প্রসবসেবা কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি সারাদেশের মধ্যে ইউনিয়ন পর্যায়ে প্রসবসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা দশে অবস্থান করছে এবং ভরতখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কর‌্যাণ কেন্দ্রটি ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে পরিবার পরিকল্পনা বিভাগের সাথে ২৪/৭ নিরাপদ প্রসবসেবা প্রদান করছে। ইতোমধ্যে সেবাকেন্দ্রটির ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও সেবাদানকারীগণের আন্তরিকতার ফলে স্থানীয় জনগণের মাঝে সাড়া ফেলেছে।

অতিথিরা মমতা প্রকল্পের এই মহৎ উদ্যোগকে প্রকল্প মেয়াদ শেষেও গুণগত মান বজায় রেখে ধারাবাহিকতা রক্ষায় সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আশা করেন যে, আজকের এই ব্যতিক্রমধর্মী মেলাটি প্রাতিষ্ঠানিক প্রসবসেবায় জনগণকে উদ্বুদ্ধ করে সাঘাটা উপজেলায় মা ও শিশু মৃত্যুহার হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।