- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৮
সাঘাটায় বিনামূল্যে পাট বীজ বিতরণ
সাঘাটা প্রতিনিধি ►
পাট অধিদপ্তরের অধীনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনাপাড়া ইউনিয়ন পরিষদে ৬ এপ্রিল কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন করেন বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন।
এসময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকারিয়া, বোনারপাড়া ইউপি সচিব আব্দুল মোত্তালিব আকন্দ উপস্থিত ছিলেন। ঐ দিন বোনারপাড়া ইউনিয়নে হতদরিদ্র মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন। উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উদ্যোক্তা শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।