• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-২-২০২৩, সময়ঃ রাত ০৮:৫৭

সাঘাটায় বিএনপি পদযাত্রা কর্মসূচী পালন



সাঘাটা প্রতিনিধি ►

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার পদযাত্র কর্মসূচি পালন করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপি। 

ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির বাবলুর নেতৃত্বে ডাকবাংলা এলাকা থেকে  পদযাত্রা শুরু করে ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চৌমাথায় পথসভা করে। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ফারুক আলম সরকার, সাঘাটা উপজেলা সেচ্ছা সেবক দলের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান বাদল, ইউনিয়ন বিএনপির আহবায়ক স্বপন শেখ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজ আহম্মেদ প্রমুখ।