• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

সাঘাটায় ফেন্সিডিলসহ একজন আটক



সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটায়  মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ফেন্সিডিলসহ  ছকু মিয়া (৩৫) কে আটক করেছে সাঘাটা থানা পুলিশ। 

বৃহস্পতিবার বার দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টার সময় বোনারারপাড়- গাইবান্ধা সড়কের পদুমশহর নয়াবন্দ এলাকা থেকে  তাকে আটক করা হয়। আটক কৃত ছকু মুক্তিনগর ইউনিয়নের চকচকিয়া গ্রামের ছামসুল হকের ছেলে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান জানান, আটক ছকু বড় ধরণের মাদক কারবারি তার বিরুদ্ধে আরো ৪ টি মামলা রয়েছে। আবারও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।