- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫১
সাঘাটায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমার বাড়ি ডা: আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, মনোঞ্জ সাংস্কৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন এম পি, বিশেষ অতিথি সহ ধর্মীনি ডা: মারিয়াম জামান শেখা।
রোববার প্রতিষ্ঠা প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন আ'লীগ সাধারণ সম্পাদক রোস্তম আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সম্পাদক নাছিরুল আলম স্বপন, অধ্যক্ষ শহীদুল্লাহ্ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান
আলী সাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু,জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন, প্রাক্তন শিক্ষার্থী সংসদ সভাপতি ডাঃ আখের হোসেন প্রমূখ। পরে প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন এম পি মাহমুদ হাসান রিপন ও সহ ধর্মিনী শেখা।