- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১১-২০২৩, সময়ঃ রাত ০৭:৫৪
সাঘাটায় নবান্নের ধান কাটা উৎসব, হারভেস্টার মেশিন বিতরণ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটায় নবান্নের ধান কাটা উৎসব হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বটতলা এলাকায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসাহাক আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সাদেকুজ্জামান ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার ওয়ালিউর রহমান।
এর আগে ভর্তুকি মূল্যে কৃষক বীর মুক্তিযোদ্ধা বাহাজ আলীর হাতে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেওয়া হয়।