• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৮

সাঘাটায় চ্যাম্পিয়নিং প্লে প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত



সাঘাটা প্রতিনিধি►

লেগো ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায়  এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে ১৭ আগস্ট এসকেএস ইন এর ব্যাঙ্কোয়েট হল রুমে চ্যাম্পিয়নিং প্লে প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসকেএস এর ডাইরেক্টর- প্রোগ্রাম মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন অর্জন তুলে ধরার পাশাপাশি অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন কেয়ারগিভার, চ্যাম্পিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর, চ্যাম্পিয়ন প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যম কর্মী প্রকল্প সম্পর্কে তাদের অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আল ইমরান খন্দকার, কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, সেভ দ্য চিলড্রেন এর শিক্ষা কার্যক্রমের পরিচালক শাহিন ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক রেহনুমা আখতার, সেভ দ্য চেলড্রেন গাইবান্ধা কার্যালয়ের প্রধান মোঃ ফারুক হোসেন, সিনিয়র অফিসার মইনুর রহমান, এসকেএস এর ডেপুটি ডিরেক্টর- প্রোগ্রাম খন্দকার জাহিদ সরওয়ার সোহেল, প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম ও বাস্তবায়নকারী সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ও শিক্ষকগণ এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে ধন্যবাদ জানান এবং সম্ভব হলে আগামীতে আবার এরুপ প্রকল্প বাস্তবায়নের আহবান জানান।