• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩৯

সাঘাটায় ঘুড়িদহ ইউপি নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছে প্রার্থীরা



সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলা ৬নং ঘুড়িদহ ইউপি নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটের জন্য মাঠ চষে বেড়াচ্ছে। নির্বাচনী প্রচার প্রচারণায় জমে উঠেছে গোটা ইউনিয়ন। প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। মাইকিং এবং মনমাতানো গানের তালে তালে প্রার্থীদের পক্ষে চলছে ব্যাপক প্রচারণা। পাশাপাশি পৌষের শীত উপক্ষো করে দিন-রাত প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে গ্রামে-গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। 

এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক জয়নুল আবেদীন (চশমা), সেলিম আহম্মেদ তুলিপ, জামিল উদ্দিন মন্ডল ও বজলার রহমান টিয়া।এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮জন এবং সাধারণ সদস্য পদে ৪০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২৯ ডিসেম্বর ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট করা হবে। ইউনিয়নে পুরুষ ভোটার ১১হাজার ২৭০জন এবং মহিলা ভোটার  ১১১৮২ জন মোট ২২৪৫২ জন ভোটার রয়েছেন। ইউনিয়নে ১১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।