• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৮

সাঘাটায় ওয়াশ অধিকার আদায়ে নারী নেতৃত্ব ও পেশাদারিত্ব বিষয়ক ওরিয়েন্টেশনের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক►

নারীরা পরিবার ও সমাজে সাহসী ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে সক্ষম। সমাজের যেকোনো ইতিবাচক পরিবর্তনে নারীরা অনুঘটক হিসেবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার।

গত শনিবার (২৬ আগস্ট) উপজেলার ভরতখালীতে এসকেএস রিসোর্স সেন্টারে আয়োজিত ওয়াশ অধিকার আদায়ে নারী নেতৃত্ব ও পেশাদারিত্ব বিষয়ক এক ওরিয়েন্টেশনের উদ্বোধনকালে তিনি বলেন, “অন্যান্য সেক্টরের মতো, ওয়াশ সেক্টরেও নারী নেতৃত্ব ও পেশাদারিত্ব সমাজ তথা দেশের জন্য সাফল্য বয়ে আনতে সক্ষম। এজন্য নারীদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞানই নেতৃত্বের শক্তি।”

এসকেএস ফাউণ্ডেশনের সহায়তায় বন্যা প্রবণ সাঘাটা উপজেলার ৩০ জন নারী নেতৃত্বকে নিয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা – Women Development Program (WDP)। FANSA BD-এর তত্ত্বাবধানে এবং এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়িত Rising for Rights for Strengthening Civil Society Network in South Asia to Achieve SDG 6 প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে নিরাপদে পরিচালিত ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরে সাঘাটা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) উপ-সহকারী প্রকৌশলী মো. মামুনুর রশীদ বলেন, “একটা সময় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG’s) ছিল ল্যাট্রিনের সংখ্যা বাড়ানো। আর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (SDG's) আমাদের লক্ষ্য হলো শুধু সংখ্যাগত উন্নয়ন নয়, সেটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কি না তা লক্ষ্য রাখা।” তিনি আরো বলেন, “দুর্বল স্যানিটেশন ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। স্যানিটেশন একটি নাগরিক অধিকার এবং তা অবশ্যই নিরাপদ হতে হবে।”