- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬
সাঘাটায় ইয়াবাসহ একজন গ্রেফতার
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা থানা এলাকা থেকে ১ হাজার ১৬০ পিচ ইয়াবাসহ মিজানুর রহমান মিজান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাতে সাঘাটা থানাধীন ভরতখালী ইউনিয়নের সাকোয়া গ্রামে অভিযান চালিয়ে ঘরের ভিতর গোপনে রাখা ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। গেফতার কৃত মিজানুর উপজেলার সাকেয়া গ্রামের আল হাজ্ব রফিকুল ইসলামের ছেলে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, একজন মাদক বিক্রেতা সাকেয়া গ্রামে কার নিজ বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমান ইয়াবা সংরক্ষণ করেছেন। এমন সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিজানকে গ্রেফতার করা হয়েছে। এসময় ঘরের ভিতর অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ১৬০ পিচ ইয়াবা উদ্ধার করে।
এব্যাপারে সাঘাটা থানায় মামলা দায়ের করে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী বিজানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।