• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৮

সাঘাটায় আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে মালিক নেই



জয়নুল আবেদীন, সাঘাটা ►

গাইবান্ধার সাঘাটায় উপজেলার পূর্ব ছিলমানের পাড়া ও  বাদিনার পাড়া  গ্রামে আশ্রয়ণ প্রকল্পে ঘর সরকারী ভাবে বরাদ্দ দিয়ে সুবিধাভোগিদের নামে দলিল সম্পাদন সম্পন্ন করে মালিকানা বুঝিয়ে দেয়া হলেও মালিকরা ওইসব ঘরে বসবাস করছেন না। নিজেদের নামে ঘরগুলো বরাদ্দ নেয়ার পর থেকে ঘরে তালা লাগিয়ে পূর্বের বাড়িতেই বসবাস করছে মালিকরা।

সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যোগস্বাজসে টাকার বিনিময়ে অনিয়ম দুর্নীতি আশ্রায় গ্রহন করে স্বচ্ছল,জমির মালিক ও বাড়ি-ঘর আছে এমন ব্যক্তিদেরকে বরাদ্দ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এসব ঘর বরাদ্দ করেছেন।

২১ ফেব্রুয়ারী সরেজমিনে উপজেলার পূর্বছিলমানের পাড়া ও বাদিনার পাড়া গ্রামে গিয়ে পাশাপাশি দুটি আশ্রায়ণ প্রকল্প এলাকা ঘুরে  দেখা যায়, সেখানে আব্দুল হক, গোলেফা, হাসিনা, জগদিস ও পূর্ণিমা রাণীসহ প্রকল্পের বেশির ভাগই ঘর তালাবদ্ধ। মাঝে মধ্যে দ্ইু/একটিতে আবার মানুষের বসবাস আছে। এসময় সাংবাদিক পরিচয় পেয়ে প্রকল্পের ঘরে বসবাসকারী ওইসব নারী-পুরুষ এগিয়ে আসেন।

তাদের পরিচয় জানতে চাইলে এই প্রকল্পের ঘরেই বসেবাস করেন বলে তারা জানান। বন্ধ ঘর গুলো তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তারা জানান, শুরু থেকেই এসব ঘরে মানুষ থাকে না। ঘর বরাদ্দ নিয়ে তারা পূর্বের বাড়িতেই থাকেন, এখানে আসে না এমন কথাই জানান উপস্থিত লোকজন। স্থানীয় এক ব্যক্তি জানান, ঘরের মালিক পূর্ণিমা রাণীর বাড়ি জমারবাড়ি ইউনিয়নের চাঁনপাড়া গ্রামে। তার আগে থেকেই ঘর-বাড়ি আছে সেখানেই তিনি বসবাস করছেন।

 প্রকল্পের সরকারী ঘর বরাদ্দ নিয়ে তালাবদ্ধ করে রেখেছেন, এখন শোনা যাচ্ছে গ্রাহক পেলে এই স্ব-স্ব মালিক গোপনে সরকারী ঘর বিক্রি করবেন। কোনো কোনো ঘরের তালা ভেঙ্গে স্থানীয় লোকজন অবৈধ ভাবেই আশ্রায় নিয়েছেন। স্থানীয় কয়েকজন লোকজনের অভিযোগ,  বাড়ি-ঘর এবং জমি আছে এমন লোকজন  টাকার বিনিময়ে বিক্রি করার উদ্দেশ্যেএই ঘর গুলো বরাদ্দ নিয়েছেন। কিন্তু বিক্রি করার সুযোগ না থাকায় এভাবে তালা বদ্ধ করে রেখেছে মালিকরা।

পূর্ব ছিলমানের পাড়া গ্রামের বাসিন্দা ভুমিহীন নেতা ইব্রহীম আলী বলেন, প্রকল্পের বেশীর ভাগ ঘরই তালাবদ্ধ, অথচ প্রকৃত ভুমিহীন-গৃহহীনরা ঘরের জন্য মেম্বার, চেয়ারম্যান এবং ্উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন নিবেদন করেও ঘর পাচ্ছে না। তারা অসহায় ভাবে দিনের পর দিন মানবেতর জীবনযাপন করছে কেউ তাদের খোজ রাখেনা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীনদের জন্য ঘর আশ্রায়হীনদের আশ্রায় দানের যে আশুপরিকল্পনা তা ভেস্তে যাচ্ছে।

এ ব্যাপারে কৃষি ও খাসজমি বন্দবস্ত কমিটির সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভুমি) (অতি: দা:) এএম আব্দুল্যা-বিন-শফিক  বলেন, স্থানীয় ইউপি সদস্যদের ভুমিহীন সনদপত্র দেখে ঘরবরাদ্দ দেয়া হয়েছে। তারপরও বরাদ্দ নিয়ে ঘরে থাকেন না তদন্ত করে এমন প্রমান পেলে তাদের দলিল বাতিল করে পরিবর্তন করে অন্যজনকে বরাদ্দ দেয়া হবে।