- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬
সাঘাটায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক►
সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা প্রতিপাদ্যকে সামনে রেখে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক কামালেরপাড়া ইউনিয়নে বাস্তবায়িত প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আজ রবিবার বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের প্রবীণ কমিটির সদস্যরা বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
বারকোনা বাজারের বাঁশহাটি মাঠ হতে বর্ণাঢ্য র্যালির যাত্রা শুরু হয় এবং বারকোনা বাজার প্রদক্ষিণ করে র্যালীটি পুনরায় বাঁশহাটি মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে আন্তর্জাতিক প্রবীণ দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রবীণ ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য প্রবীণবৃন্দ, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ও অন্যান্য কর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী ৫০ জন প্রবীণকে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী ও পরিবারের পুষ্টি পূরণকারী ফলজ গাছের একটি করে চারা প্রদান করা হয়।