- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৫
সাঘাটায় অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়াগ্রামে এ ঘটনা ঘটে।
এতে ওই গ্রামের ওয়াহেদুজ্জামান মন্টু মাষ্টারের ৩টি বসতঘর ভষ্মীভূত হয়।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে বসত বাড়ির একটি খড়ি ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে লোকজন তা বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে । এ সময় গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও পাশাপাশি ৩টি ঘর পুড়ে ভষ্মীভূত হয় ।
ঘটনাটি ক্ষতিয়ে দেখতে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন ও সাঘাটা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, একটি খড়ির ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্ত করা হচ্ছে এই ঘটনার সাথে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।