• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২০

সাঘাটার স্কুল ছাত্রী নিখোঁজের ৪০ দিন পরও উদ্ধার হয়নি



সাঘাটা প্রতিনিধি ►

নিখোঁজের দীর্ঘ ৪০ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি গাইবান্ধার সাঘাটা উপজেলার নিখোঁজ এক স্কুল ছাত্রী। নিখোজ স্কুল ছাত্রী উপজেলার সাঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। গত ২০ ফেব্রুয়ারী স্কুল থেকে নিখোঁজ হয়। পর্বতীতে ছাত্রীর বাবা এব্যাপারে সাঘাটা থানায় সাধারণ ডায়েরী করেন।

নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা জানান, তার মেয়ে সাঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। গত ২০ ফেব্রুয়ারী সকাল ৯টায় অন্যান্য দিনের ন্যায় স্কুলে যায়। কিন্তু সেদিন বাড়িতে  ফিরে না আসায় সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পায়নি তার পরিবার। অবশেষে নিরুপায় হয়ে স্কুল ছাত্রীর বাবা গত ৫ মার্চ সাঘাটা থানায় মামলা করতে যায়।

পুলিশ এ ঘটনায় মামলা না নিয়ে নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে তাকে মেয়ে উদ্ধারের আশ্বাস দিয়ে বিদায় করে। কিন্তু নিখোজ মেয়েকে উদ্ধারের ব্যাপারে পুলিশ তেমন তৎপর নয় বলে নিখোঁজ ছাত্রীর বাবা জানান। তিনি আরও বলেন, আমি একজন গরীর মানুষ বলে পুলিশ আমার মেয়ে উদ্ধারের ব্যাপারে গড়িমসি করছে। এ অবস্থায় নিখোঁজ মেয়ের পরিবার হতাশায় ভুগছে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার গড়িমসির কথা অস্বীকার করে বলেন, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। সন্ধান পাওয়া গেলে মেয়েটিকে দ্রুত উদ্ধার করা হবে।