- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-২-২০২৩, সময়ঃ রাত ০৭:০৮
সাঘাটার লীলা কীর্তন অনুষ্ঠান চলছে ২৪ প্রহর
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী সনাতন সংঘের উদ্যোগে শরৎচন্দ্র সাহার বহিরবাটির রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের লীলা কীর্তন আজ রবিবার ২৪ প্রহর চলছে। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আগামী ৮ ফেব্রুযারি বুধবার বিকেলে দধিমঙ্গল, নগর ভ্রমন, মোহন্ত বিদায় ও গৌর নিতাই মন্দিরে স্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এই লীলা কর্তিন অনুষ্ঠান।
লীলা কীর্তন অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করছে ঝিনাইদহের সাবিত্রী সম্প্রদায়, বগুড়ার রাধামানব সম্প্রদায়, সিরাজগঞ্জের গৌর ভক্ত সম্প্রদায়, গাইবান্ধার ভাই ভাই সম্প্রদায়। এছাড়া লীলা কীর্তন পরিবেশন করবেন ভারতের মিতালী সরকার, ময়মনসিংহের রাধা রাম অধিকার, চাপাইনবাবগঞ্জের সন্ধ্যা সরকার ও বগুড়ার শান্তিরানী দাসী। লীলা কীর্তন অনুষ্ঠানে স্থানীয় হিন্দু ধর্মলম্বী ছাড়াও বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসে অংশ নিচ্ছেন।