- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১৭
সাঘাটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাঘাটা প্রতিনিধি ►
সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বনজ ও ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে ।আজ রোববার এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন।
এসময় ইউপি সদস্য আশরাফ আলী শেখ, রাব্বানী মিয়া, রতন মিয়া, মহিলা সদস্য কমেলা বেগম, রাহেলা বেগম, ইউডিসি শাহিদুল ইসলাম ও পানু মিয়া উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় বোনারপাড়া ইউনিয়নের ভূতমারা বাঁধে বৃক্ষ রোপণসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তার ধারে প্রায় ৩ হাজার ফলজ ও বনজ চারা রোপণ করা হবে বলে জানা গেছে।