- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:০৭
সাঘাটার ঘুড়িদহ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম আহমেদ তুলিপ মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ৬১৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পেয়েছে ৪ হাজার ৪৬৭ ভোট।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত ওই ইউনিয়নের ১১ কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ বলেন, ভোটগ্রহণ চলাকালে কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি আরও বলেন, এ ইউনিয়নে ২২ হাজার ৪৫২ ভোটের মধ্যে প্রদত্ত বৈধ ভোট ১৬ হাজার ৩৮৭ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৬টি।