• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৭-২০২৩, সময়ঃ দুপুর ০২:০৮

সাংসদ শামীমের সাথে নতুন ইউএনও’র শুভেচ্ছা বিনিময়



সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্থানীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নতুন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম।

বুধবার বিকালে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় উপজেলা নিবার্হী অফিসারের ব্যক্তিগত কার্যালয়ে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন সাংসদ ও উপজেলা নিবার্হী অফিসার। উপজেলা নিবার্হী অফিসার সাংসদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংসদ শামীম আন্তরিকতার সহিত উপজেলা নিবার্হী অফিসারকে তাঁর রুটিন দায়িত্ব পালনের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

এ সময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজাউল ইসলাম, ছাপড়হাটী ইউনিয় সভাপতি আশরাফুল আলম সরকার, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি মশিউর রহমান, রামজীবন ইউনিয়ন সভাপতি সাখাওয়াত হোসেন, বেলকা ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম, শান্তিরাম ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহিন, যুবসংহতির উপজেলা সভাপতি সাইদুর রহমান, কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক পাটির সভাপতি সরওয়ার হোসেন বাবু, পল্লীবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, মহিলা পাটির সভাপতি আকতারবানু ইতি, ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকর সুজন।