- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৬-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৭
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় রাস্তা অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবিতে রাস্তাা অবরোধ করে প্রতিবাদ কর্মসুচি পালন করা হয়েছে।
আজ রোববার দুপুরে প্রেসকাব গাইবান্ধার উদ্যোগে জেলা শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে এ কর্মসুচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে প্রেসকাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকী। অচিরেই সাংবাদিক সুরা আইন প্রনয়ন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সারাদেশে সাংবাদিকদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
এদিকে শনিবার রাতে আসাদুজ্জামান মাকের্টে গাইবান্ধা প্রেসকাবে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসকাব সভাপতি ও ৭১ টিভির গাইবান্ধা প্রতিনিধি শামীম আল সাম্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসকাব সহ-সভাপতি শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি মিলন খন্দকার, সাংবাদিক এসএম বিপ্লব ইসলাম, সঞ্জয় সাহা, মাসুম লুমেন, ফারহান শেখ, নাজিম আহমেদ রানা, শাহিন মিয়া, ফয়সাল রহমান জনি, মাসুদ মুকুল প্রমূখ।
বক্তারা বলেন, জামালপুর জেলার বকসীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে নিউজ করায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যাকাÐের স্বীকার হতে হয়। সাংবাদিক সুরায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ অপরাধীদের ফাসির দাবী জানান।