- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৮-২০২৪, সময়ঃ সকাল ১০:৪৬
সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির
আন্তর্জাতিক ডেস্ক►
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) তিনি এ নির্দেশ দিয়েছেন বলে রেভল্যুশনারি গার্ডের দুই সদস্যসহ তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
বুধবার সকালে ইরান হানিয়া নিহত হওয়ার ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পরই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এ নির্দেশ দেন।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন হানিয়া। হামাস জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানের পর তিনি ইরানে যে ভবনে অবস্থান করছিলেন সেখানে ইহুদিবাদীদের হামলায় এক দেহরক্ষীসহ নিহত হয়েছেন।
ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। এদিকে ইসরায়েল হত্যার কথা স্বীকারও করেনি আবার নাকচও করেনি।
প্রসঙ্গত, নিউইয়র্ক টাইমসের মতে, ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক কমান্ডারসহ তার শত্রুকে বাহিরের দেশে হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের ।
ইরানের সর্বোচ্চ ক্ষমতা এর সর্বোচ্চ নেতার কাছে। রাষ্ট্রীয় সব বিষয়ে শেষ কথা বলেন খামেনি। সর্বশেষ সিদ্ধান্ত তাই হবে যা তিনি নেবেন। তিনি দেশটির সশস্ত্র বাহিনীরও অধিনায়ক।
কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ প্রসারিত হলে ও ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে রেভল্যুশনারি গার্ড ও সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের পাল্টা হামলা ও প্রতিরক্ষা উভয়ের জন্য পরিকল্পনা প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন খামেনি।
সূত্র : এনডিটিভি