• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬

সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠান এর আইসিটি ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

হুইপ শিক্ষার্থীদেরকে বলেন, ২০৪১ সালের তোমরাই হবে ধারক ও বাহক। তোমাদের সহচার্য্য  আমাদের কাছে কাঙ্খিত ও আনন্দের। তোমাদের টার্গেট থাকবে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সাল। স্মার্ট বাংলাদেশ এর জন্য তোমাদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। গড়ে উঠতে হলে ভালভাবে পড়তে ও ভাল থাকতে হবে। এখন পড়াশোনা না করলে ভবিষ্যতে আরামে থাকেতে পারবেনা ও ভাল জীবনযাপন করতে পারবে না। পরিবারকে ভাল রাখতে পারবেনা। বাবা মার ইচ্ছা প্রতিফলন ঘটাতে পারবা না। পড়াশোনা করলে নিজেকে নিজে গড়ে তুলতে পারবে।

সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে সোমবার সকালে অত্র প্রতিষ্ঠানের  বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানের ৪তলা বিশিষ্ট আইসিটি ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি শরীফুল আলম।

তিনি শিক্ষার্থীদেরকে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের বিকাশ সাধনে সহায়তা করে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ায়  দক্ষতা ও চালচলনে মাইন্ড থাকতে হবে। একটা শিশুর মানসিক মনোবল শক্ত করার জন্য একটি ভালো উপায়। খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা একটি শিশুর মানসিক বিকাশ ঘটাতে সবচেয়ে বেশি উপকারী। পড়াশোনার পাশাপাশি কালচারাল প্রতিযোগিতায় আমাদের সন্তানদের উদ্ভুদ্ধ করতে হবে। শুধু পড়ালেখা নয়, তাদের যাতে মনোনিবেশে আগ্রহ  হয় সে দিকে এগিয়ে দিতে এসবের আয়োজন করা। লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানরা এক্সট্রা কারিকুলামে ভাল করবে এটি প্রত্যাশা।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রমদা রঞ্জন পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভা মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মৃদুল মোস্তাফিজ ঝন্টু, প্রতিষ্ঠানের গভর্নিং বডি সদস্য আব্দুল হাই, সিনিয়র শিক্ষক অশোক সাহা ও এবিএম ছাত্তার। আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।